বুধবার ২৯ মে ২০২৪ - ১৪:৩২
ইসরাইলের অত্যাচার যত বাড়বে, ইমাম মাহদী (আ:)-এর আবির্ভাব ততই ঘনিষ্ঠ হবে।

হাওজা / মরহুম আয়াতুল্লাহ হায়রি শিরাজী ইসরাইলের অপরাধ সম্পর্কে তার এক বক্তৃতায় বলেছিলেন যে ইসরাইলি নিষ্ঠুরতা ও অপরাধ বৃদ্ধি হজরত ওয়ালী আসর (আ:)-এর আবির্ভাবের কারণ।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মরহুম আয়াতুল্লাহ হায়রি শিরাজি ইসরাইলি অপরাধ সম্পর্কে তার এক বক্তৃতায় বলেছেন: আপনি কি জানেন যে বিশ্বে নৃশংসতা ও অপরাধ বৃদ্ধির সাথে সাথে ইমাম (আ:)-এর আবির্ভাবের জন্য ক্ষেত্র তৈরি হচ্ছে?

কারণ মানবতা এই নিষ্ঠুরতা ও অপব্যবহার বাড়িয়েই সঠিক ও অন্যায়ের পার্থক্য করতে পারবে! মিথ্যা এতটাই সুস্পষ্ট হয়ে উঠবে যে সবাই বুঝতে পারবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা।

ন্যায় ও অন্যায়ের মধ্যে এমন পার্থক্য হবে যে, মানুষ সহজে বুঝতে পারবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, তারা সঠিক ও অন্যায়ের পথ বুঝতে সক্ষম হবে, এই দুইয়ের পার্থক্য ধীরে ধীরে বাড়বে।

ইসরাইলের অত্যাচার ও অপব্যবহার যত বাড়বে, ইমাম (আ.)-এর আবির্ভাব যতই ঘনিষ্ঠ হবে, ততই বিশ্বে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ হবে এবং মানুষ ইসরাইলের বিরুদ্ধে খোলামেলা কথা বলবে, এটি তৎকালীন ইমামের আবির্ভাবকে ত্বরান্বিত করবে এবং এই প্রদর্শনগুলি তার আবির্ভাবের পক্ষে কার্যকর হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha