বৃহস্পতিবার ৩০ মে ২০২৪ - ১২:৪৫
আমীরুল মুমিনীন (আ:)-এর আল্লাহকে ভয় ও মৃত্যুর জন্য প্রস্তুত থাকার উপদেশ।

হাওজা / আমীরুল মুমিনীন ইমাম আলী (আ:) একটি রেওয়ায়েতে আল্লাহ তায়ালার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "নাহজুল-বালাগা" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

হজরত আমীরুল মুমিনীন (আ:) বলেছেন:

أيُّهَا اَلنَّاسُ: اتَّقُوا اَللَّهَ اَلَّذِي إِنْ قُلْتُمْ سَمِعَ وَ إِنْ أَضْمَرْتُمْ عَلِمَ و بَادِرُوا اَلْمَوْتَ اَلَّذِي إِنْ هَرَبْتُمْ مِنْهُ أَدْرَكَكُمْ وَ إِنْ أَقَمْتُمْ أَخَذَكُمْ وَ إِنْ نَسِيتُمُوهُ ذَكَرَكُمْ

হে লোকসকল! আল্লাহকে ভয় কর, কেননা তুমি কিছু বললে তিনি শোনেন, আর অন্তরে লুকিয়ে রাখলে তিনি জানেন।

নিজেকে প্রস্তুত কর সেই মৃত্যুর দিকে যাবার জন্য যেখান থেকে যদি পালাও তবে তোমাকে খুঁজে বাহির করবে আর তুমি যদি থেমে যাও সে তোমাকে ধরে রাখবে এবং তুমি তাকে ভুলে গেলেও সে আল্লাহ তোমাকে মনে রাখবেন।

(নাহজুল-বালাগা, হিকমত নং ২০৩)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha