বৃহস্পতিবার ২০ জুন ২০২৪ - ১৯:১৪
ইয়েমেন নিয়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি।

হাওজা / ইয়েমেন নিয়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি।

রিপোর্ট: হাসান রেজা

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, জাতিসংঘে নিযুক্ত ইরানি প্রতিনিধি নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানকে লেখা এক চিঠিতে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সবসময়ই ইয়েমেনের সংকট কূটনৈতিকভাবে সমাধানের ওপর জোর দিয়েছে।

ইরানের প্রতিনিধি তার পোস্টে বলেছেন যে আমেরিকান প্রতিনিধি আবারও স্বাধীন ও সার্বভৌম দেশগুলির বিরুদ্ধে অভিযোগ তুলতে নিরাপত্তা পরিষদের প্ল্যাটফর্মের অপব্যবহার করেছেন।

তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূতের এ ধরনের ভিত্তিহীন অভিযোগ ইরান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক বৈঠকে মার্কিন প্রতিনিধি ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে বলেন, তেহরান ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha