রবিবার ১৪ জুলাই ২০২৪ - ১১:১২
হজরত আবা আবদুল্লাহ হুসাইন (আ.)-এর ওপর চোখের জল ফেলার সওয়াব

হাওজা / হজরত ইমাম জয়নুল-আবেদিন (আ.) একটি রেওয়ায়েতে হজরত আবা আবদুল্লাহ আল-হুসাইন (আ.)-এর ওপর চোখের জল ফেলার সওয়াবের কথা উল্লেখ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি "সাওয়াবুল-আমাল" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম ইমাম জয়নুল-আবেদিন (আ.) বলেছেন:

أَیَمَا مُؤمِنٍ دَمِعَت عَیناهُ لِقَتلِ الحُسَینِ علیه السلام حَتّی تَسیلَ عَلی خَدِّهِ، بَوَّأهُ اللّهُ بِها فِی الجَنَّةِ غُرَفا یَسکنُها أحقَابا

ইমাম হুসাইন (আ.)-এর (নিপীড়িত) শাহাদাতে যখনই কোনো মুমিনের চোখ এমনভাবে কাঁদে যে তার গাল বেয়ে অশ্রু প্রবাহিত হয়, তখনই আল্লাহতায়ালা তাকে বেহেশতের ঘরে (গুরফা) স্থান দান করবেন। এর মধ্যে তিনি অনেক (হাকাব) দীর্ঘ সময় থাকবেন।

(সাওয়াবুল-আমাল, ১০৮/১)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha