হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সোমবার ইমাম খোমেনি হোসেইনিয়ায় আশুরার রাতে মজলিস সভা অনুষ্ঠিত হয়, যাতে ইসলামী বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শোকাহতরা অংশ নেন।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ডক্টর রাফিয়ী মজলিসে ভাষণ দেন, তারপর জনাব মিসাম মুসাতী আশুরার রাতের মাসায়েব ও নাওহা পাঠ করেন।
তেহরানের ইমাম খোমেনি হোসাইনিয়ায় ১২ মহররম পর্যন্ত এই শোক মজলিস চলবে।
আপনার কমেন্ট