বৃহস্পতিবার ১ আগস্ট ২০২৪ - ১৮:৩৬
আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি

হাওজা / ইহুদিবাদী ইসরাইয়েলের সাম্প্রতিক অপরাধের কারণে আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টের মধ্যে প্রতিশোধ গ্রহণের স্পৃহা আগের চেয়ে অনেক বেশি জোরালো হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরাইয়েলের সাম্প্রতিক অপরাধযজ্ঞের কারণে আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টের মধ্যে প্রতিশোধ গ্রহণের স্পৃহা আগের চেয়ে অনেক বেশি জোরালো হয়েছে।

লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরায়েলের মঙ্গলবারের হামলায় ইরানের সামরিক উপদেষ্টা মিলাদ বিদির স্মরণে আজ (বৃহস্পতিবার) প্রকাশিত এক বার্তায় এসব কথা বলেছেন জেনারেল সালামি। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরের সাথে মিলাদ বিদি শহীদ হন।

ইরান, ইসলামী বিপ্লব, বিপ্লবী সরকার এবং দেশের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে মিলাদ বিদির ভূমিকার প্রশংসা করেন জেনারেল সালামি। তিনি বলেন, "জল্লাদ, অপরাধী এবং দখলদার" ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের সাথে সহযোগিতা করার জন্য বিদির প্রচেষ্টা চিরকাল মনে থাকবে এবং উৎসাহী ইরানি তরুণদের, বিশেষ করে নতুন আইআরজিসি প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

শনিবার অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামস শহরের ওপর রকেট হামলার সাথে ফুয়াদ শুকুর জড়িত ছিলেন বলে অভিযোগ তুলে ইসরায়েল বৈরুতে এই হত্যাকাণ্ড চালিয়েছে। মাজদাল শামসে শনিবারের রকেট হামলায় ১২ জন নিহত হয়। হিজবুল্লাহ ওই হামলায় জড়িত থাকার কথা জোরালো ভাষায় নাকচ করেছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha