হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে বলেছে, দখলদার ইহুদিবাদীরা গাজা শহরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় মানবিক সাহায্যের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের একটি সমাবেশকে লক্ষ্যবস্তু করেছে। এই হামলায় শতাধিক মানুষ শহীদ হয়েছে।
এই প্রতিবেদনে বলা হয়েছে, আল-ব্রিজ শরণার্থী শিবিরে অবস্থিত একটি আবাসিক ভবনে ইহুদিবাদীরা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইহুদিবাদীরা রাফাহ শহরের উত্তরাঞ্চলেও বোমাবর্ষণ করেছে।
এ ছাড়া তারা তাদের বিমান হামলায় দেইর আল-বালাহ শহরকেও লক্ষ্যবস্তু করেছে, যার ফলে এ পর্যন্ত তিনজন শহীদ হয়েছে।
অন্যদিকে স্থানীয় সূত্র আল জাজিরা চ্যানেলকে এমনটাই জানিয়েছে, দখলদার ইসরায়েলি সেনারা পশ্চিম জেনিনের ইলিয়ামুন শহর, পূর্ব নাবলুসের বালাতা এলাকা, উত্তর কুদসের বীর নাবালা এবং উত্তর পশ্চিম তীরের গ্যালিলিয়া শহরেও হামলা চালিয়েছে।
আপনার কমেন্ট