রবিবার ১৭ নভেম্বর ২০২৪ - ১৩:৫৮
প্রধানমন্ত্রী নেতানিয়াহু

হাওজা / হামলার সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তাঁর পরিবারের সদস্যদের কেউ ওই বাড়িতে ছিলেন না।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলের উত্তরাঞ্চলের সিজারিয়া শহরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে।

গতকাল শনিবার এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানায় ইসরায়েলি পুলিশ।
এ সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তাঁর পরিবারের সদস্যদের কেউ ওই বাড়িতে ছিলেন না। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে।

বলা হয়েছে, এ দুটি ছিল ফ্ল্যাশ বোমা। এসব বোমা সাধারণত যুদ্ধবিমান (বিশেষত সামরিক গোয়েন্দা বিমান) থেকে ছোড়া হয়। বিস্ফোরণের পর ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়ায়।

আজ রোববার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ ইসরায়েল কাৎজ এক্স পোস্টে বলেন, ‘এ ঘটনা সব সীমারেখা (রেডলাইন) অতিক্রম করে গেছে।’ ইসরায়েলের নিরাপত্তা ও বিচারিক সংস্থাগুলোকে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানান তিনি।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এক এক্স পোস্টে তিনি জানান, এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha