সোমবার ১৮ নভেম্বর ২০২৪ - ১৮:৩১
ক্ষমা করুন, মানুষের প্রিয় হয়ে উঠুন!

হাওজা / ক্ষমা করার মাধ্যমে মানুষের সম্মান বৃদ্ধি পায়! সুতরাং তোমরা একে অপরকে ক্ষমা করে দাও

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,

عَلَيكُم بِالعَفوِ؛ فَإنَ العَفوَ لا يَزيدُ العَبدَ إلاّ عِزّا، فَتَعافَوا يُعِزَّكُمُ اللّهُ.

তোমাদের উচিত মানুষকে ক্ষমা করে দেয়া; নিশ্চয় ক্ষমা করার মাধ্যমে মানুষের সম্মান বৃদ্ধি পায়! সুতরাং তোমরা একে অপরকে ক্ষমা করে দাও, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তোমাদেরকে ইজ্জত ও সম্মান দান করবেন।

[উসুলে কাফি, খন্ড- ২, পৃষ্ঠা- ১০৮, হাদীস- ৫]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha