শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ - ১১:৩৮
ছবি প্রতীকী: মু’মিন সুময়ে আল্লাহর কৃতজ্ঞতা জানায় এবং দুঃসময়ে ধৈর্য ধারণ করে

হাওজা / মুমিনের সকল বিষয়ই কল্যাণ ও মঙ্গলকর এবং তা মু'মিন ব্যতীত অন্য কারো ক্ষেত্রে হয় না।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন,

عَجَباً لِأَمْرِ اَلْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ لَهُ خَيْرٌ وَ لَيْسَ ذَلِكَ لِأَحَدٍ إِلاَّ لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْراً لَهُ وَ إِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْراً لَهُ.

মুমিনের (এ) বিষয় বা ব্যাপার খুবই আশ্চর্য্য জনক! তার সকল বিষয়ই কল্যাণ ও মঙ্গলকর এবং তা মু'মিন ব্যতীত অন্য কারো ক্ষেত্রে হয় না। যদি তাকে সুখ ও আনন্দ স্পর্শ করে তাহলে সে (মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার প্রতি) শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সেটাই তার জন্য উত্তম (এবং তা তার জন্য আরও কল্যাণ বয়ে আনে); আর যদি তার ক্ষতি সাধিত হয়, তাহলে সে ধৈর্য্য ধারণ করে এবং সেটাই (ধৈর্য ধারণ) তার জন্য উত্তম (ও কল্যাণকর) হয়ে যায়।

[বিহারুল আনওয়ার , খন্ড- ৭৯, পৃষ্ঠা- ১৩৯]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha