হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী বলেছেন, যারা মুজাহিদ ও শহীদদের স্মৃতিকে সমুন্নত রাখতে ও পুনরুজ্জীবিত করতে কাজ করে আমার দৃষ্টিতে তারাও মুজাহিদ। অর্থাৎ এই কাজটাও আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ। তিনি পবিত্র কুরআনের সূরা হজের আয়াত উল্লেখপূর্বক বলেছেন, জিহাদ কর আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত।
ইরানের ইস্ফাহান প্রদেশের ‘২৪ হাজার শহীদ’ শীর্ষক কংগ্রেস আয়োজনের সঙ্গে জড়িত কর্মকর্তারা গত ১৫ নভেম্বর সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন। ঐ সাক্ষাতে সর্বোচ্চ নেতার দেওয়া বক্তব্য গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত হয়।
ঐ বক্তব্যে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, আসলে ইরানি যুবক তথা ইরানি জাতির প্রচেষ্টা ও আত্মত্যাগ আজ পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্রকে টিকিয়ে রেখেছে এবং ভবিষ্যতেও তাই হবে। তারা ত্যাগ স্বীকার না করলে ইসলামী প্রজাতন্ত্র টিকে থাকতে পারত না। ইসলামী প্রজাতন্ত্রের নামে যদি কিছু টিকে থাকতও তারপরও সেটার মূলনীতি ও ভিত্তি রক্ষা করা সম্ভব হতো না, অন্যান্য স্থানের মতো এখানেও বিপ্লব অর্থহীন হয়ে পড়ত।
আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ইসলামী বিপ্লবী সংগ্রামের সূচনা থেকে বিপ্লবের বিজয় পর্যন্ত, বিপ্লবের প্রথম দিকে বিভিন্ন ইস্যুতে, পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে এবং এরপর থেকে আজ পর্যন্ত নানা ক্ষেত্রে তরুণরাই আত্মত্যাগের মাধ্যমে ইসলামী ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও তাই হবে। শুধু তাই নয়, আমাদের বৈজ্ঞানিক ও ধর্মীয় অগ্রযাত্রাও তাদের মাধ্যমেই হচ্ছে।
আপনার কমেন্ট