শনিবার ৩০ নভেম্বর ২০২৪ - ১১:৫৯
পেটুক ও পেটপূজারীদের জন্য ৩টি সতর্কতা

হাওজা / একজন মুমিন ও স্বাস্থ্য সচেতন মানুষ সবসময় পেটপুরে কিংবা চাহিদার অধিক খাবার গ্রহণ থেকে বিরত থাকেন!

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ধর্ম এবং চিকিৎসা বিজ্ঞান- উভয়ই পেটপুরে কিংবা চাহিদার অধিক খাওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে থাকে, কেননা এর ফলে শারীরিক ও আত্মিক নানাবিধ সমস্যার সৃষ্টি হয়।

আমিরুল মু'মিনিন ইমাম আলী ইবনে আবু তালিব (আ.) বলেন,

إیّاکُم وَالبِطنَةَ؛ فَإِنَّها مَقساةٌ لِلقَلبِ، مَکسَلَةٌ عَنِ الصَّلاةِ، مَفسَدَةٌ لِلجَسَدِ.

(পেট পূর্ণ কিংবা) অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকো; কেননা এতে অন্তরের নিষ্ঠুরতা বাড়ে, নামায ও ইবাদতে আলস্য আসে এবং দেহের বিনাশ ঘটে।

[গুরারুল হিকাম, হাদীস- ২৭৪২]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha