হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হাওজায়ে ইলমিয়ার সুপ্রিম কাউন্সিলের সদস্য আয়াতুল্লাহ মোহসেন আরাকি তার খুতবায় সিরিয়ার বর্তমান পরিস্থিতি এবং সন্ত্রাসী তাকফিরিদের হামলা নিয়ে এক আলোচনায় বলেছেন, ইসরায়েল-তুরস্কের সহযোগিতায় যুক্তরাষ্ট্র কী নতুন ষড়যন্ত্রের সূচনা করেছে?
আয়াতুল্লাহ আরাকি বলেন, সিরিয়ার বিরুদ্ধে পূর্ব-পরিকল্পিত ষড়যন্ত্র আবার শুরু হয়েছে, যার অগ্রভাগে রয়েছে ইসরায়েল, তুরস্ক ও যুক্তরাষ্ট্র। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মুসলিমরা তাকফিরিদের অগ্রযাত্রা ঠেকাতে না পারলে শুধু হযরত যয়নাব (সা.আ.)-এর মাজার শরীফ ও সিরিয়া নয়, ইরাকও হুমকির মুখে পড়বে।
তিনি আরও বলেন, তাকফিরিদের প্রধান টার্গেট ইরান। সিরিয়ায় সফল হলে তাদের পরবর্তী টার্গেট হবে ইরান। তাই মুসলমানদেরকে আগের চেয়ে কঠিন সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে।
আয়াতুল্লাহ আরাকি বলেন, এটা সম্ভব যে আমেরিকা ও ইসরায়েলপন্থী দোসরেরা অভ্যন্তরীণ জনগণের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করবে। তারা মানুষকে নানাভাবে বিভ্রান্ত করবে, বিতর্ক ছড়াবে। আমাদেরও এসব ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে।
তার বক্তৃতার শেষে তিনি বলেন, আল্লাহ ইচ্ছা করলে বিজয় সত্যের সমর্থকদের হবে এবং ইমামে জামানা ইমাম মাহদী (আ.)-এর নেক নজর ও আহলে বাইত (আ.)-এর পবিত্র স্থান রক্ষার জন্য সকল মুসলমানকে প্রস্তুত থাকতে হবে।
আপনার কমেন্ট