হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সিরিয়ায় বাশার আসাদ সরকারের অবসানের সাথে সাথে দখলকৃত গোলান সীমান্তবর্তী সিরিয়ার সীমান্ত এলাকায় স্থল অভিযান শুরু করেছে সন্ত্রাসী ইহুদিবাদী শাসকগোষ্ঠী।
হিব্রু গণমাধ্যমে বলা হয়েছে, ইহুদিবাদী গোষ্ঠীর ট্যাঙ্কগুলো দখলকৃত গোলানের সীমান্ত অতিক্রম করে সিরিয়ার আল-কুনিতা অঞ্চলে প্রবেশ করেছে।
উল্লিখিত গণমাধ্যম সূত্রে বলা হয়েছে, ইহুদিবাদী বাহিনী গোলানে সিরিয়ার সেনাবাহিনীর অস্ত্রের গুদামেও হামলা চালিয়েছে।
অন্য এক মিডিয়া সূত্রে গোলানের খান আরনাবা এলাকায় ইহুদিবাদী সেনাবাহিনীর প্রবেশের খবর পাওয়া গেছে।
আপনার কমেন্ট