শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪ - ১৮:৪৬
মু'মিনদের একে-অপরের বাড়িতে যাওয়া-আসার গুরুত্ব ও ফযিলত

হাওজা / সেই বান্দার ওপর আল্লাহর অশেষ রহমত বর্ষিত হোক যে আমাদের আমর পুনরুজ্জীবিত করে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম মুহাম্মাদ বাকির (আ.) বলেন,

تَزاوَرُوا في بيوتِكُم فإنّ ذلكَ حَياةٌ لِأمرِنا، رَحِمَ اللّه ُ عَبدا أحيا أمرَنا.

তোমরা পরস্পরের সঙ্গে (সৌজন্য) সাক্ষাতের জন্য একে অপরের বাড়িতে যাও, কেননা এটি আমাদের আমর (আদেশ ও নির্দেশ) পূনরুজ্জীবিত করে; (আর) সেই বান্দার ওপর আল্লাহর অশেষ রহমত বর্ষিত হোক যে আমাদের আমর পুনরুজ্জীবিত করে।

[বিহারুল আনওয়ার, খন্ড- ৬, পৃষ্ঠা- ১৪৪, হাদীস- ২]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha