রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ - ১৪:২৫
হযরত ফাতিমা জাহরা (সা:) এর জন্মদিন, নারী দিবস ও মা দিবসের শুভেচ্ছা

হাওজা / হযরত ফাতিমা জাহরা (সা:)-এর শুভ জন্মদিন উপলক্ষে ইরান ও অন্যান্য দেশে মা দিবস ও নারী দিবস পালিত হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বিবি দো আলম, আলী মুর্তজার স্ত্রী, উম্মুল-হাসনাইন, শাহজাদী কাওনাইন,  হযরত ফাতিমা জাহরা (সা:)-এর শুভ জন্মদিবস উদযাপনের জন্য গতকাল রাত থেকেই সাজানো হয়েছে গোটা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে।

পরম পবিত্রতার প্রতি শ্রদ্ধা জানাতে সর্বত্র চলছে ধারাবাহিক অনুষ্ঠান।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সকল ছোট-বড় শহর, বিশেষ করে পবিত্র শহর মাশহাদ ও কোম এবং অন্যান্য শহর এবং রাস্তাঘাট এবং পবিত্র ও ধর্মীয় স্থানগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে। আর পারিবারিক সতীত্ব ও পবিত্রতা এবং আহলে বাইত আতহার (আ:) এর সকল প্রেমিকরা মিলাদ ও মাহফিল বিবি দো আলম উপলক্ষে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে উদযাপন করছেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha