শনিবার ১১ জানুয়ারী ২০২৫ - ১৪:২৯
রোগ-বালাই ও দুর্ঘটনা থেকে রক্ষা প্রাপ্তির দোয়া!

হাওজা / এই দোয়াটি আমিরুল মু'মিনিন আলী (আ.) থেকে প্রাপ্ত। কোনো রোগবাহিত মহামারীর সময় এটি বাড়িতে রাখা এবং প্রতিদিন ফজরের নামাজের পর পাঠ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমদ খনসারি (রহ.) বলেছেন, যখন (তারিখ ও সাল উল্লেখিত হয়নি) ইরানে কলেরার মহামারী ছড়িয়ে পড়ে, প্রায় প্রতিটি বাড়িতে মৃত্যু ঘটে; এমনকি কিছু বাড়িতে একাধিক মৃত্যুর ঘটনাও ঘটে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে বাড়িগুলোতে প্রতিদিন এই দোয়া নিয়মিত পাঠ করা হত, সেগুলো নিরাপদ ছিল।

এই দোয়াটি “সাত আয়াতের দোয়া” নামেও পরিচিত।

কুরআনের আয়াত সংবলিত দোয়া ও বাংলা অনুবাদ:

بِسمِ اللهِ الرّحمنِ الرَّحیمِ

আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

قُل لَّن یُصِیبَنَا إِلاَّ مَا کَتَبَ اللّهُ لَنَا هُوَ مَوْلاَنَا وَعَلَى اللّهِ فَلْیَتَوَکَّلِ الْمُؤْمِنُونَ.

বলুন, আমাদের কোনো বিপদ স্পর্শ করবে না, তা ছাড়া যা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন। তিনিই আমাদের অভিভাবক, আর মুমিনদের কেবল আল্লাহর ওপরই ভরসা করা উচিত।

(সুরা আত-তাওবাহ: ৫১)

وَإِن یَمْسَسْکَ اللّهُ بِضُرٍّ فَلاَ کَاشِفَ لَهُ إِلاَّ هُوَ وَإِن یُرِدْکَ بِخَیْرٍ فَلاَ رَآدَّ لِفَضْلِهِ یُصَیبُ بِهِ مَن یَشَاء مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِیمُ.

যদি আল্লাহ তোমাকে কোনো ক্ষতি পৌঁছান, তবে তিনি ছাড়া কেউ তা দূর করতে পারে না। আর যদি তিনি তোমার জন্য কল্যাণ চান, তবে তার অনুগ্রহ ফেরাবার কেউ নেই। তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তা দিয়ে থাকেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।

(সুরা ইউনুস: ১০৭)

وَمَا مِن دَآبَّةٍ فِی الأَرْضِ إِلاَّ عَلَى اللّهِ رِزْقُهَا وَیَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا کُلٌّ فِی کِتَابٍ مُّبِینٍ.

পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই, যার রিজিক আল্লাহর ওপর নির্ভরশীল নয়। তিনি জানেন তার স্থায়ী নিবাস ও সাময়িক আশ্রয়স্থল। এগুলো সবই একটি সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ।

(সুরা হুদ: ৬)

وَکَأَیِّن مِن دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ یَرْزُقُهَا وَإِیَّاکُمْ وَهُوَ السَّمِیعُ الْعَلِیمُ۔

এমন অনেক প্রাণী আছে, যারা তাদের রিজিক বহন করে না। আল্লাহ তাদের রিজিক দেন এবং তোমাদেরও। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

(সুরা আল-আনকাবুত: ৬০)

مَا یَفْتَحِ اللَّهُ لِلنَّاسِ مِن رَّحْمَةٍ فَلَا مُمْسِکَ لَهَا وَمَا یُمْسِکْ فَلَا مُرْسِلَ لَهُ مِن بَعْدِهِ وَهُوَ الْعَزِیزُ الْحَکِیمُ.

আল্লাহ যখন মানুষের জন্য করুণার দরজা খুলে দেন, তখন কেউ তা রোধ করতে পারে না। আর তিনি যা রোধ করেন, তা ছাড়া কেউ তা প্রেরণ করতে পারে না। তিনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

(সুরা ফাতির: ২)

قُلْ أَفَرَأَیْتُم مَّا تَدْعُونَ مِن دُونِ اللَّهِ إِنْ أَرَادَنِیَ اللَّهُ بِضُرٍّ هَلْ هُنَّ کَاشِفَاتُ ضُرِّهِ أَوْ أَرَادَنِی بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِکَاتُ رَحْمَتِهِ قُلْ حَسْبِیَ اللَّهُ عَلَیْهِ یَتَوَکَّلُ الْمُتَوَکِّلُونَ.

বলুন, তোমরা কি দেখেছ, আল্লাহকে ছাড়া যাদের ডাকছ, যদি আল্লাহ আমার ক্ষতি করতে চান, তবে কি তারা তার ক্ষতি দূর করতে পারবে? অথবা তিনি যদি আমার প্রতি দয়া করতে চান, তবে তারা কি তার করুণা প্রতিহত করতে পারবে? বলুন, আল্লাহই আমার জন্য যথেষ্ট। যারা ভরসা করে, তারা তারই ওপর ভরসা রাখে।

(সুরা আয-যুমার: ৩৮)

حَسْبِیَ اللّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَیْهِ تَوَکَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِیمِ.

আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি তারই ওপর ভরসা করি এবং তিনি মহা আরশের অধিপতি।

(সুরা আত-তাওবাহ: ১২৯)

আয়াত শেষের দোয়া ও অনুবাদ:

وَ أَمْتَنِعُ بِحَوْلِ اَللَّهِ وَ قُوَّتِهِ مِنْ حَوْلِهِمْ وَ قُوَّتِهِمْ وَ أَسْتَشْفِعُ بِرَبِّ اَلْفَلَقِ مِنْ شَرِّ مٰا خَلَقَ وَ أَعُوذُ بِمَا شَاءَ اَللَّهُ لاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ اَلْعَلِیِّ اَلعظیمِ.

আমি আল্লাহর শক্তি ও ক্ষমতার মাধ্যমে তাদের শক্তি ও ক্ষমতা থেকে নিজেকে রক্ষা করি। আমি প্রভাতের রবের কাছে তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করি এবং যা আল্লাহ চান তা দ্বারা আশ্রয় নিই। আল্লাহ ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই। তিনিই মহা উচ্চ, মহা মহান।

[বিহারুল আনওয়ার, খণ্ড- ৮৩, পৃষ্ঠা- ২২৭]

সংযুক্তি

একসাথে আয়াতগুলো এবং তার শেষের দোয়া:

بِسمِ اللهِ الرّحمنِ الرَّحیمِ

قُل لَّن یُصِیبَنَا إِلاَّ مَا کَتَبَ اللّهُ لَنَا هُوَ مَوْلاَنَا وَعَلَى اللّهِ فَلْیَتَوَکَّلِ الْمُؤْمِنُونَ.

وَإِن یَمْسَسْکَ اللّهُ بِضُرٍّ فَلاَ کَاشِفَ لَهُ إِلاَّ هُوَ وَإِن یُرِدْکَ بِخَیْرٍ فَلاَ رَآدَّ لِفَضْلِهِ یُصَیبُ بِهِ مَن یَشَاء مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِیمُ.

وَمَا مِن دَآبَّةٍ فِی الأَرْضِ إِلاَّ عَلَى اللّهِ رِزْقُهَا وَیَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا کُلٌّ فِی کِتَابٍ مُّبِینٍ.

وَکَأَیِّن مِن دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ یَرْزُقُهَا وَإِیَّاکُمْ وَهُوَ السَّمِیعُ الْعَلِیمُ.

مَا یَفْتَحِ اللَّهُ لِلنَّاسِ مِن رَّحْمَةٍ فَلَا مُمْسِکَ لَهَا وَمَا یُمْسِکْ فَلَا مُرْسِلَ لَهُ مِن بَعْدِهِ وَهُوَ الْعَزِیزُ الْحَکِیمُ.

قُلْ أَفَرَأَیْتُم مَّا تَدْعُونَ مِن دُونِ اللَّهِ إِنْ أَرَادَنِیَ اللَّهُ بِضُرٍّ هَلْ هُنَّ کَاشِفَاتُ ضُرِّهِ أَوْ أَرَادَنِی بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِکَاتُ رَحْمَتِهِ قُلْ حَسْبِیَ اللَّهُ عَلَیْهِ یَتَوَکَّلُ الْمُتَوَکِّلُونَ.

حَسْبِیَ اللّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَیْهِ تَوَکَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِیمِ.

_________

وَ أَمْتَنِعُ بِحَوْلِ اَللَّهِ وَ قُوَّتِهِ مِنْ حَوْلِهِمْ وَ قُوَّتِهِمْ وَ أَسْتَشْفِعُ بِرَبِّ اَلْفَلَقِ مِنْ شَرِّ مٰا خَلَقَ وَ أَعُوذُ بِمَا شَاءَ اَللَّهُ لاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ اَلْعَلِیِّ اَلعظیمِ.

সংগ্রহ ও অনুবাদ: জনাব আম্মার সাবিল

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha