হাওজা নিউজ এজেন্সি: হালাল রিজিক ও রুজি বৃদ্ধি এবং তা বরকতময় করে তোলার আমল হিসেবে মরহুম আয়াতুল্লাহ সাইয়্যেদ আব্দুল করিম রিজভী কাশ্মীরি তার “রুহে রায়হান” গ্রন্থে উল্লেখ করেছেন, “যদি আমরা প্রতিদিন ১১০ বার সুরা আদিয়াত পাঠ করি, তাহলে আমাদের হালাল রিযিক বৃদ্ধি ও বরকতময় দেওয়া হবে।”
উল্লেখ্য যে, ১১০ বার সুরা আদিয়াত পাঠ করতে প্রায় ৩৫ মিনিট সময় লাগে। একবারে বা একটানা পুরোটা পড়ার প্রয়োজন নেই, নিজ অবসর সময়ে সারাদিন ধীরে ধীরে পড়া যেতে পারে।
[“রুহে রায়হান”, আরেফ কামিল মরহুম আয়াতুল্লাহ সৈয়দ আব্দুল করিম রিজভী কাশ্মীরির জীবনী, পৃষ্ঠা ৮১]
আপনার কমেন্ট