রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫ - ০৮:৪২

হাওজা নিউজ এজেন্সি: সাইয়্যেদুশ শোহাদা ইমাম হুসাইন (আ.) বলেন,

.مَن أحَبَّكَ نَهاكَ ، ومَن أبغَضَكَ أغراكَ
যে ব্যক্তি তোমাকে ভালোবাসে (অর্থাৎ যে তোমার দোস্ত), সে তোমাকে মন্দ ও গুনাহের কাজ থেকে বিরত রাখে; আর যে তোমার প্রতি শত্রুতা পোষণ করে, সে তোমাকে মন্দ ও গুনাহের কাজে উৎসাহিত করে।

[বিহারুল আনওয়ার, খন্ড- ৭৮, পৃষ্ঠা- ১২৮]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha