মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী ২০২৫ - ১০:১১

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জয়নুল আবেদিন (আ.) বলেছেন,

ثَلاثٌ مُنْجِیاتٌ لِلْمُؤْمِن: کَفُّ لِسانِهِ عَنِ النّاسِ وَ اغْتِیابِهِمْ، وَ إشْغالُهُ نَفْسَهُ بِما یَنْفَعُهُ لاِخِرَتِهِ وَ دُنْیاهُ، وَ طُولُ الْبُکاءِ عَلى خَطیئَتِهِ.

তিনটি জিনিস মুমিনকে রক্ষা করবে: ১. অশ্লীল ও মন্দ কথা এবং মানুষের গীবত করা থেকে জিহ্বাকে সংযত রাখা, ২. এমন কাজে নিজেকে ব্যস্ত রাখা যা তার আখেরাত ও দুনিয়ার জন্য কল্যাণকর। ৩. আর নিজ ভুল-ত্রুটি ও গোনাহের জন্য অত্যধিক ক্রন্দন ও অনুশোচনা (অর্থাৎ তওবা) করা।

[বিহারুল আনওয়ার, খন্ড- ৭৫, পৃষ্ঠা- ১৪০, হাদীস- ৩]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha