বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫ - ১০:১৬
হযরত আব্বাস (আ.) ছিলেন অন্তর্দৃষ্টিসম্পন্ন ব্যক্তি / আমাদের শত্রুর প্রতারণামূলক হাসির ফাঁদে পা দেয়া উচিত নয়

ইরানের দেইর শহরের জুমার নামাজের ইমাম বলেছেন, কামারে বনি হাশিম হযরত আবুল ফযল (আ.) ছিলেন অন্তর্দৃষ্টিসম্পন্ন ব্যক্তি এবং শত্রুদের প্রতারণামূলক হাসির ফাঁদে তিনি পা দেননি। আমাদেরও শত্রুদের প্রতারণামূলক হাসির ফাঁদে পা দেয়া উচিত নয়।

হাওজা নিউজ এজেন্সি’র সংবাদদাতাকে দেয়া তথ্য মতে, ইরানের দেইর শহরের জুমার নামাজের ইমাম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যিদ আলী হুসাইনি দেইরে হযরত আবুল ফজল (আ.) হুসাইনিয়ায় অনুষ্ঠিত ঈদে শাবানিয়ার উদযাপনে ভাষণ দিতে গিয়ে বলেন, আমাদের শহীদরা হলেন আবেগ ও ত্যাগের ধারক যারা হযরত কামারে বনি হাশিম (আ.)-এর অনুসরণে এবং সর্বোচ্চ নেতার শহীদদের প্রতি আন্তরিক ও অনুগত যোদ্ধা হিসেবে ধর্ম ও স্বদেশের জন্য সর্বদা নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত।

তিনি বলেন, হযরত ইমাম হুসাইন (আ.) আমাদের অধ্যবসায়, সাহসিকতা এবং জুলুমের কাছে মাথা নত না করার শিক্ষা দিয়েছেন। ইরানি জনগণের ত্যাগ, ইসলামী বিপ্লব ও পবিত্র প্রতিরক্ষার সময় প্রতিরোধ এবং গাজা ও লেবাননের জনগণের অধ্যবসায়, সবকিছুই ইমাম হুসাইন (আ.)-এর আদর্শ থেকে উদ্ভূত।

দেইর শহরের জুমার ইমাম বলেন,  ইমাম হুসাইন (আ.)-এর ব্যক্তিত্বকে আমাদের কেবল আশুরার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। তিনি ইমাম হুসাইন (আ.)-এর সময়মতো নামাজ পড়ার তাগিদের কথা উল্লেখ করেন এবং তরুণদের সময়মতো নামাজ আদায় করার নসিহত।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হুসাইনি বলেন, হযরত কামরে বনি হাশিম হযরত আব্বাস (আ.) সর্বদা অভিভাবকত্বের অধীনস্থ ছিলেন এবং আজ আমাদের রক্ষী ও সৈন্যরাও গর্ব করে যে তারা ওয়ালিয়ে ফকিহের আনুগত্য করে। আমরা যদি যোগ্য অভিভাবকত্বের আনুগত্য করি, তাহলে শত্রু আমাদের ক্ষতি করতে পারবে না।

তিনি আরও বলেন, হযরত কামরে বনি হাশিম (আ.)-এর সুদূরপ্রসারী অন্তর্দৃষ্টি ছিল এবং কখনোই তিনি শত্রুর প্রতারণামূলক হাসির ফাঁদে পা দেননি। আমাদেরও শত্রুর প্রতারণামূলক হাসির ফাঁদে পা দেওয়া উচিত নয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha