বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫ - ১০:৩০
৩১২৬ জন বন্দিকে মুক্তির নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী ৩ হাজার ১২৬ জন বন্দিকে মুক্ত অথবা তাদের সাজা মওকুফের প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি পার্সটুডের বরাতে জানিয়েছে, মহানবী (স.)'র নবুয়্যতপ্রাপ্তি বার্ষিকী, ইসলামী বিপ্লব বার্ষিকী ও পবিত্র শাবান মাস উপলক্ষে তিনি আজ (বুধবার) এ সম্মতি দিয়েছেন।

এবারও ইরানের স্থানীয় আদালত, ইসলামি বিপ্লবী আদালত, দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আদালত এবং সরকারের বিভিন্ন সংস্থার সংশোধন কেন্দ্রে দোষী সাব্যস্ত বহু অপরাধীর প্রতি ক্ষমার নির্দেশ দিয়েছেন তিনি।

এসব অপরাধীকে ক্ষমা করে দিতে এর আগে বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম গোলাম হোসেইন মোহসেন এজেয়ি সর্বোচ্চ নেতার কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha