হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.) বলেন,
يَا طَالِبَ اَلْعِلْمِ إِنَّ لِلْعَالِمِ ثَلاَثَ عَلاَمَاتٍ اَلْعِلْمَ وَ اَلْحِلْمَ وَ اَلصَّمْتَ وَ لِلْمُتَكَلِّفِ ثَلاَثَ عَلاَمَاتٍ يُنَازِعُ مَنْ فَوْقَهُ بِالْمَعْصِيَةِ وَ يَظْلِمُ مَنْ دُونَهُ بِالْغَلَبَةِ وَ يُظَاهِرُ اَلظَّلَمَةَ
হে জ্ঞান অন্বেষণকারীগণ জেনে রাখো! প্রকৃত জ্ঞানী ব্যক্তি বা একজন প্রকৃত আলেমের তিনটি নিশানা রয়েছে:
১. জ্ঞান এবং দক্ষতা।
২. আত্মসংযমী ও ধৈর্যশীলতা।
৩. নীরবতা বা অধিক চুপচাপ থাকা।
(এবং) ছদ্মবেশী বা পন্ডিতনামা জ্ঞানী ও নামধারী আলেমদেরও তিনটি লক্ষণ রয়েছে:
১. (অযৌক্তিক ও) অন্যায়ভাবে বড়দের সাথে তর্কবিতর্ক করা।
২. অধীনস্থদের উপর প্রভাব খাটিয়ে অত্যাচার করা।
৩. অত্যাচারীদেরকে সমর্থন ও সাহায্য করা।
[উসুল আল ক্বাফি গ্রন্থ, ১ম খন্ড, ৩৭ নম্বর পৃষ্ঠা]
সংকলন ও অনুবাদ: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব আলী নওয়াজ খান
আপনার কমেন্ট