বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ - ১৪:০০

হাওজা নিউজ এজেন্সি: “মেহমানদের আপ্যায়নের জন্য নামাজ বিলম্বিত করণ” সম্পর্কিত একটি প্রশ্নের জবাব দিয়েছেন আয়াতুল্লাহ শুবাইরি জানজানি (হাফি.)- যা আগ্রহীদের জন্য তুলে ধরা হলো:

প্রশ্ন: মেহমানদারি ও অতিথি আপ্যায়নের জন্য নামাজ বিলম্বিত করা কী জায়েজ?

উত্তর: ফরজ নামাজ আদায় করার ক্ষেত্রে যদি মেহমানদের কাছ থেকে অনুমতি নেওয়া সম্ভব হয়, তবে আওয়াল ওয়াক্তেই নামাজ পড়া উত্তম। যদি পরিস্থিতি এমন থাকে যে নামাজের জন্য অতিথিদের অনুমতি নেয়া সম্ভব নয় কিংবা ওই সময় নামাজ আদায় করতে গেলে অতিথিদের অসম্মান  বলে বিবেচিত হয়, সেক্ষেত্রে বিলম্বিত করা যায়েজ। [তবে, অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নামাজ কা’যা না হয়ে যায়।]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha