বুধবার ১৯ ফেব্রুয়ারী ২০২৫ - ১৫:৩৯
ইসরায়েলের বিরুদ্ধে শীঘ্রই ট্রু প্রমিজ ৩ অভিযান চালানো হবে: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, “ইসরায়েলের বিরুদ্ধে শীঘ্রই ট্রু প্রমিজ ৩ অভিযান চালানো হবে।”

হাওজা নিউজ এজেন্সি ফার্স নিউজ এজেন্সি’র বরাতে জানিয়েছে, গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন, “ভবিষ্যতে যাতে আর কোনো যুদ্ধ না হয় সেজন্য ইরানকে অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা এ বিষয়ে নিশ্চিত যে, শত্রুদের পক্ষে সংঘাত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।”

ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি যে হুমকি দিয়েছে তা প্রত্যাখ্যান করে তিনি বলেন, সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীরা আসলে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে ইরানকে প্রতিশোধ গ্রহণ করা থেকে বিরত রাখতে চায়।

ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় প্রতিশোধমূলক সামরিক অভিযান চালানো হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

গাজা যুদ্ধের সময় ইরান ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিজ ১ ও ২ নামের দু’টি সামরিক অভিযান চালায়। জেনারেল হাজিজাদে ওই দু’টি অভিযানের কথা উল্লেখ করে বলেন, “শীঘ্ররই ট্রু প্রমিজ ৩ অভিযান চালানো হবে।”

জেনারেল হাজিজাদে বলেন, আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের সমরাস্ত্র উৎপাদন বন্ধ করার লক্ষ্যে শত্রুদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা সত্ত্বেও এই উৎপাদন কখনও বন্ধ হয়নি। তিনি বলেন, “আমরা সব সময় নিজেদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখি এবং আল্লাহর ইচ্ছায় আমাদের সমরাস্ত্র উৎপাদন কখনও একদিনের জন্যও বন্ধ হয়নি।”

ইরানের এই সেনা কর্মকর্তা এমন সময় এ বক্তব্য দিলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে হামলা চালানোর হুমকি দিয়ে বলেছেন, তিনি ইরানে বোমা হামলা করার চেয়ে দেশটির সঙ্গে একটি চুক্তি করাকে প্রাধান্য দেবেন। এছাড়া, ইসরায়েলি গণমাধ্যমগুলো সাম্প্রতিক সময়ে এই জল্পনা ব্যাপকভাবে প্রচার করেছে যে, তেল আবিব অচিরেই ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha