বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী ২০২৫ - ০৯:০৬
ইবাদত খালেস ও একনিষ্ঠ করার গুরুত্ব!

যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে সঁপে দেন, আল্লাহ তার জন্য দুনিয়া ও আখিরাত সহজ ও সুন্দর করে দেন।

হাওজা নিউজ এজেন্সি: হযরত ফাতিমা যাহরা (সা.আ.) বলেছেন,
مَنْ اصْعَدَ إلیَ اللّهِ خالِصَ عِبادَتِهِ، اهْبَطَ اللّهُ عَزَّوَجَلَّ لَهُ افْضَلَ مَصْلَحَتِهِ 

যে ব্যক্তি আল্লাহর জন্য তার ইবাদত ও পূণ্যময় কাজসমূহকে খালেস (একনিষ্ঠ) করে, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তার জন্য সর্বোত্তম কল্যাণ ও বরকত অবতীর্ণ করেন।

[বিহারুল আনওয়ার: খণ্ড- ৬৭, পৃষ্ঠা- ২৪৯, হাদীস- ২৫]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha