সোমবার ২৪ ফেব্রুয়ারী ২০২৫ - ১৯:৫৬
শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ (রহ.)-এর স্মরণে কোরআন খানি ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

মসজিদে সাহেবুজ্জামান, হরিপুর, নূরনগর, শ্যামনগর, সাতক্ষীরায় শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ (রহ.)-এর স্মরণে এক কোরআন খানি ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গতকাল, মসজিদে সাহেবুজ্জামান, হরিপুর, নূরনগর, শ্যামনগর, সাতক্ষীরায় শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ (রহ.)-এর স্মরণে এক কোরআন খানি ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মজলিসে স্থানীয় মুসল্লিগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করে শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ (রহ.)-এর রুহের মাগফিরাত ও উচ্চ মর্যাদা কামনা করেন।  

মজলিসে কোরআন তিলাওয়াত, নাত-এ-রাসুল (সা.), এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আলোচকগণ শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ (রহ.)-এর জীবন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে তার আদর্শ ও অবদান স্মরণ করেন। তার আত্মত্যাগ ও ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলেই একাত্মতা প্রকাশ করেন।  

এই মজলিসের আয়োজন করে মসজিদে সাহেবুজ্জামান কর্তৃপক্ষ। তারা শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ (রহ.)-এর স্মৃতিকে সম্মান জানাতে এবং তার আদর্শকে ধারণ করার জন্য সকলকে আহ্বান জানান।  

স্থান: মসজিদে সাহেবুজ্জামান, হরিপুর, নূরনগর, শ্যামনগর, সাতক্ষীরা  
অনুষ্ঠান: কোরআন খানি, দোয়া ও নাত-এ-রাসুল (সা.)  
উদ্দেশ্য: শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ (রহ.)-এর স্মরণ ও রুহের মাগফিরাত কামনা  

এই মাহফিলে অংশগ্রহণকারী সকলের আন্তরিকতা ও ইবাদতের মাধ্যমে শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ (রহ.)-এর স্মৃতিকে সম্মানিত করা হয়েছে। আয়োজকদের উদ্যোগ ও অংশগ্রহণকারীদের উপস্থিতি এই অনুষ্ঠানকে সফল ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha