শুক্রবার ২৮ মার্চ ২০২৫ - ১৬:২৩
সাতক্ষিরার পারুলিয়ায় কুদস দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ

পবিত্র কুদস দিবস উপলক্ষে পারুলিয়া আল মোস্তফা মসজিদে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: মাজলুম ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি ও ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে স্থানীয় ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।  

সমাবেশে আল কোরআন একাডেমীর পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব আলী নওয়াজ খান বক্তব্য রাখেন। তিনি তার বক্তৃতায় ফিলিস্তিনের নিপীড়নের ইতিহাস তুলে ধরে আল-কুদস ও ফিলিস্তিনের মুক্তির দাবি জানান এবং ইসরাইলি বর্বরতার নিন্দা করেন। মুসলিম উম্মাহকে কাঁধে কাঁধ মিলিয়ে ফিলিস্তিন ও আল-আকসা মুক্ত করার আহবান জানিয়েছেন। মিছিল শেষে ফিলিস্তিনের শান্তি ও মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha