হাওজা নিউজ এজেন্সি: বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটি উদ্যোগ এবং মাজমায়ে জাহানী আহলে বাইতের (আ.) পৃষ্ঠপোষকতায় দেশের মাঠ পর্যায়ের মুবাল্লিগদের নিয়ে দুইদিন ব্যাপী ‘শিক্ষান্নোয়ন ও প্রশিক্ষণ কর্মশালা’ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ ও যোগাযোগ সম্পাদক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা জনাব আমজাদ হোসাইন।
এই মুবাল্লিগদের ‘শিক্ষান্নোয়ন ও প্রশিক্ষণ কর্মশালা’য় ইসলামে তাবলীগের পটভূমি, গুরুত্ব, আর্দশ এবং মুবাল্লিগদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ শাখার প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব শাহাবুদ্দিন মাশায়েখি রাদ।
এছাড়া এই কর্মশালায় উপস্থিত ছিলেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের ঢাকাস্থ কালচারাল কাউন্সিলের কাউন্সিলর জনাব ড. সাইয়্যেদ রেজা মীর-মোহাম্মাদী।
এই ‘শিক্ষান্নোয়ন ও প্রশিক্ষণ কর্মশালা'য় বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেন বাংলাদেশ ইমামিয়া সোসাইটি’র সহ-সভাপতি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা জনাব আফতাব হোসেন নাকভী, সাধারণ সম্পাদক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব আব্দুল কুদ্দুস বাদশা, সহ-সাধারণ সম্পাদক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব আলী মুর্তজা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব আলী নওয়াজ খান প্রমূখ।
আপনার কমেন্ট