হাওজা নিউজ এজেন্সি: কুরআনের নাযিলের মাস রমজানে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব ড. আব্দুল্লাহ সংকলিত ‘কুরআনের আলো’ পুস্তিকা থেকে আমরা ধারাবাহিকভাবে কুরআনের ৩০ পারার শিক্ষা তুলে ধরছি:
১. অস্থায়ী বিয়ে, শরীয়তসম্মত বিয়ে যা হযরত উমর নিষিদ্ধ করেছেন।
২. বিয়ের সময় মেয়ের অভিভাবকের অনুমতি নিয়ে বিয়ে করতে হবে।
৩. একে অপরের মাল অন্যায় ভাবে ভক্ষণ করা যাবে না।
৪. আত্মহত্যা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
৫. যে ব্যক্তি কবিরা গুনাহ থেকে দূরে থাকবে আল্লাহ তার সগিরা গুনাহগুলো মাফ করে দিবেন।
৬. কেউ স্ত্রীর অবাধ্যতার আশঙ্কা করলে প্রথম পর্যায়ে তাকে নসিহত করবে, এতে কাজ না হলে তার বিছানা আলাদা করে দেবে, এতেও কাজ না হলে তাকে নিয়ে সফরে যাবে।
৭. স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদের আশঙ্কা দেখা দিলে স্বামীর পক্ষ থেকে একজন বিচারক এবং স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারক আলোচনায় বসবে। তারা যদি সমঝোতা করতে চায় তাহলে আল্লাহ তাআলা স্বামী-স্ত্রীর মধ্যে শান্তি সম্প্রীতি কায়েম করবেন।
৮. একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। সেই সাথে পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম, মিসকিন, নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশী, বন্ধু, মুসাফির এবং গোলাম এর সাথে সদ্ব্যবহার করতে হবে।
৯. যারা কৃপণতা করবে, আর মানুষকেও কৃপণতা করার নির্দেশ দিবে এবং আল্লাহর অনুগ্রহকে গোপন করবে তাদের জন্যে রয়েছে অপমানজনক শাস্তি।
১০. প্রতিটি ঈমানদার ব্যক্তির জন্য আল্লাহ, তার রাসূল এবং উলুল আমর অর্থাৎ ১২ ইমামের আনুগত্য করা অপরিহার্য।
১১. বিচারের জন্য তাগুতের শরণাপন্ন হওয়া ঈমানদার ব্যক্তিদের জন্য নিষেধ।
১২. যে ব্যক্তি নবীর ফায়সালাকে মন থেকে মেনে নিতে পারে না সে প্রকৃত ঈমানদার নয়।
১৩. সমাজের অসহায় দুর্বল লোকদেরকে জালেমদের হাত থেকে রক্ষা করার জন্য লড়াই করতে হবে।
১৪. যে ব্যক্তি কোন ঈমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে সে চিরকাল জাহান্নামে অবস্থান করবে।
১৫. যে সফরে যাবে সে যেন নামাজ কসর করে পড়ে অর্থাৎ চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলো দুই রাকাত করে পড়বে।
১৬. যে ব্যক্তি খারাপ কাজ করার পর তওবা ইস্তেগফার করবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন।
১৭. যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে নিজের অভিভাবক হিসেবে গ্রহণ করবে সে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হবে।
১৮. যারা সম্মান লাভের আশায় ঈমানদার ব্যক্তিদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে তাদের জেনে রাখা উচিত, সম্মানের মালিক একমাত্র আল্লাহ।
১৯. মুনাফিকরা অলসতার সাথে নামাজ পড়ে এবং লোক দেখানো কাজ করে, আর আল্লাহকে খুব কমই স্মরণ করে।
২০. মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং কেউ তাদেরকে সাহায্য করতে পারবে না।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব ড. আব্দুল্লাহ সংকলিত ‘কুরআনের আলো’ পুস্তিকা থেকে গৃহীত।
আপনার কমেন্ট