শুক্রবার ৭ মার্চ ২০২৫ - ১৩:৩৯
পবিত্র রমজান মাসের গোপন বরকত

এই হাদিসটি পবিত্র রমজান মাসের ফজিলত ও বরকত সম্পর্কে আমাদের সচেতন করে। রমজান মাসে আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাতের বিশেষ সুযোগ রয়েছে। এই মাসে ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। তাই এই মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো উচিত।

হাওজা নিউজ এজেন্সি: নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) বলেছেন,
لَو يَعلَمُ العِبادُ ما في رَمَضانَ لَتَمَنَّت أن يَكونَ رَمَضانُ سَنَةً

যদি বান্দারা জানত রমজানে কী [বরকত লুকায়িত] রয়েছে, তাহলে তারা কামনা করত যে রমজান যেন এক বছর স্থায়ী হয়।

[ফাদায়ে’ল আশহুরুস্ সা’লাসা, পৃষ্ঠা- ১৪০, হাদিস- ১৫১]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha