বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫ - ১৫:৪৯
ইরানের পরমাণু চুক্তি পুনরুজ্জীবনে সমর্থন জানাল পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেছেন, ইসলামাবাদ ইরানের পরমাণু চুক্তি (JCPOA) পুনরুজ্জীবনের পক্ষে সমর্থন জানায়। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তায় ইরানের ভূমিকার গুরুত্ব তুলে ধরে এই মন্তব্য করেন।

হাওজা নিউজ এজেন্সি: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন, পাকিস্তান আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তায় ইরানের সক্রিয় ভূমিকা সম্পর্কে সচেতন এবং উভয় দেশ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যোগাযোগ বজায় রেখেছে। পাকিস্তান শান্তিপূর্ণ সমাধান ও সহযোগিতার পক্ষে। 

ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি দীর্ঘদিন ধরে পশ্চিমা চাপ ও অভিযোগের মুখে রয়েছে। ২০১৫ সালের JCPOA স্বাক্ষরের পর ইরান তার প্রতিশ্রুতি পালন করলেও যুক্তরাষ্ট্র ২০১৮ সালে একতরফাভাবে চুক্তি থেকে সরে যায়। এরপর ইরানও তার প্রতিশ্রুতি পালনে শিথিলতা দেখায়। 

ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এর সাথে সহযোগিতা অব্যাহত রেখেছে এবং অন্যান্য পক্ষ তাদের প্রতিশ্রুতি পূরণ করলে চুক্তি পুনরুজ্জীবনে প্রস্তুত। পাকিস্তানের এই সমর্থন JCPOA পুনরুজ্জীবনের প্রচেষ্টাকে শক্তিশালী করতে পারে বলে মনে করা হচ্ছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha