কুর্দিস্তান থেকে হাওজা নিউজ এজেন্সি’র রিপোর্ট অনুযায়ী, হুজ্জাতুল ইসলাম আলী খুরশিদীর উপস্থিতিতে বিজার শহরের সম্মানিত নাগরিকদের অংশগ্রহণে আজ সন্ধ্যায় মসজিদে ভলিয়াসর (আ.)-এ কুরআনের পারা তেলাওয়াতের মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এই মাহফিলে স্থানীয় ক্বারিদের কণ্ঠে কুরআনের ২৪তম পারা তেলাওয়াত করা হয় এবং উপস্থিত লোকেরা হৃদয়ে কুরআনের প্রতি অগাধ ভালোবাসা নিয়ে আল্লাহর বাণী শ্রবণ করেন। এরপর মা‘সুমীন (আ.)-এর প্রতি তাওয়াসসুলের দোয়া পাঠ করা হয় যা বিশেষ ফযীলত ও আধ্যাত্মিক আবহে পরিপূর্ণ ছিল এবং উপস্থিত সকলেই খাঁটি নিয়তে দোয়া ও প্রার্থনায় মশগুল হন।
হুজ্জাতুল ইসলাম খুরশিদী এই অনুষ্ঠানে তার বক্তব্যে মুসলমানদের জীবনে কুরআন ও দোয়ার গুরুত্ব তুলে ধরে আল্লাহর বাণীর সাথে অধিক হৃদ্যতা গড়ে তোলার উপর জোর দেন।
তিনি বলেন, “আহলে বাইত (আ.)-এর প্রতি দোয়া ও তাওয়াসসুল মানুষের সমস্যা দূরীকরণ ও প্রার্থনা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই আমরা উপস্থিত সকলকে ঈমান ও খাঁটি নিয়ত নিয়ে দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানাই।”
হুজ্জাতুল ইসলাম খুরশিদী আরও বলেন, “কুরআন ও দোয়ার ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব রয়েছে। এই দুটি মাধ্যম প্রতিটি মানুষের জীবনের সমস্যা ও বাধা-বিঘ্ন দূর করতে পথপ্রদর্শক হতে পারে।”
হুজ্জাতুল ইসলাম খুরশিদী আরও যোগ করেন, “আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি কুরআন ও দোয়ার বরকত উপস্থিত সকলের জীবনে নাযিল করেন এবং সবাইকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেন।”
আপনার কমেন্ট