হাওজা নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী, খোরাসান হাওজা শিক্ষাপ্রতিষ্ঠানের বিশিষ্ট শিক্ষক আয়াতুল্লাহ সাইয়েদ জাফর সাইয়েদান বিশ্ব কুদস দিবস উপলক্ষে ফিলিস্তিন ও গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর এবং ইসরাইলি রাষ্ট্রের নিন্দা জানিয়ে নিম্নোক্ত বার্তা প্রকাশ করেছেন:
বার্তার বিবরণ:
বিসমিল্লাহির রাহমানির রাহিম
কুদস দিবসের মিছিল হচ্ছে সকল অত্যাচার ও জবরদস্তির বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ।
আমরা আশা করি, মহান আল্লাহ অত্যাচারীদের জুলুমকে প্রতিহত করবেন এবং মজলুমদেরকে বিজয় দান করবেন।
আর যারা জুলুম করেছে, তারা খুব শিগগিরই জানতে পারবে তারা কোন দিকে ফিরে যাবে।
(সূরা আশ-শুআরা, আয়াত ২২৭)
সাইয়েদ জাফর সাইয়েদান
৭ ফারভারদিন ১৪০৪ (ইরানি বর্ষপঞ্জি)
আপনার কমেন্ট