মঙ্গলবার ১ এপ্রিল ২০২৫ - ১২:৫৯
“আমিও ঘরের কাজে অংশ নেব”

বৃহস্পতিবার কাজ শেষ করে শহীদ বেহেশতী বাড়ি ফিরে সাপ্তাহিক বাজার অংশ করতেন। ক্লান্তি সত্ত্বেও তিনি তার স্ত্রীকে বলতেন, “আমি চাই না সব কাজ তোমার উপরেই বর্তাক।” তাই নিজেই গৃহস্থালির কাজে হাত দিতেন।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদন থেকে জানা যায়, ইরানের প্রখ্যাত ইসলামি স্কলার শহীদ ড. বেহেশতীর পরিবারের প্রতি দায়িত্ববোধ ও সহযোগিতার চিত্র উঠে এসেছে: 

বৃহস্পতিবারে অন্যান্য দিনের তুলনায় শহীদ বহেশতীর কাজ আগেই শেষ হত। তিনি পাঠ্যপুস্তক সংস্থা থেকে বাড়ি ফিরে কিছুক্ষণের মধ্যেই বাইরে যেতেন এবং সপ্তাহের বাজারসদাই করতেন।

উদাহরণস্বরূপ, যখন তিনি গোশত কিনতেন, নিজেই সেটা কেটে ভাগ করে নিতেন। তার স্ত্রী যতই বলতেন যে, “আপনি ক্লান্ত, তাছাড়া আপনার নিজের কাজও রয়েছে, এগুলো আমাদেরই করতে দিন”, তিনি জবাব দিতেন, “না, আমিও ঘরে কিছু কাজ করব। সব কাজ তো তোমাকেই করতে দেয়া যায় না। ঘরের কাজে আমারও ভাগ (দায়িত্ব) থাকা উচিত।”

গ্রন্থ: শহীদ ড. বেহেশতীর জীবনাদর্শ, পৃষ্ঠা- ৭৩

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha