হাওজা নিউজ এজেন্সি: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেশকিয়ান ইসরাইলি বাহিনীর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তীব্র সমালোচনা করে বলেন, যারা নিজেদের মানবাধিকারের রক্ষক দাবি করে, তারা ইসরাইলের অপরাধের মুখে নীরব। সায়োনিস্ট রাষ্ট্র ও তাদের মদদদাতাদের কর্মকাণ্ড নিছক বর্বরতা নয়, এটি মানবতার মৌলিক নীতিকেও পদদলিত করার শামিল।
তিনি বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন- নিরপরাধ নারী ও শিশুদের বিরুদ্ধে আধুনিক অস্ত্র ব্যবহার করে বোমাবর্ষণ, তাদের ধ্বংসস্তূপের নিচে জীবন্ত দাফন করা—এসব অপরাধের জবাব কে দেবে? বিশ্বকে এই প্রশ্নের উত্তর দিতে হবে।
কুদস দিবসের সমাবেশে সারাদেশে ব্যাপক জনসমাগম প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, আমরা আজ এক সাগর মানুষের মাঝে দাঁড়িয়ে আছি। এই বিশাল জনসমাবেশ প্রমাণ করে যে ফিলিস্তিনিদের ন্যায্য সংগ্রামে ইরানের জনগণ অটলভাবে সমর্থন জানাচ্ছে।
উল্লেখ্য, রমজান মাসের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবস হিসেবে পালিত হয়। ১৯৭৯ সালে ইমাম খোমেনি (রহ.)-এর আহ্বানের পর থেকে ইরান ও বিশ্বব্যাপী ফিলিস্তিন সমর্থকরা এ দিবস পালন করে আসছে।
আপনার কমেন্ট