শনিবার ৫ এপ্রিল ২০২৫ - ০৮:০০
কঠিন সময় ও নিঃসঙ্গতার সঙ্গী...!

হে আল্লাহ! আমাকে তোমার শক্তিশালী দূর্গের মধ্যে স্থান দাও, সেই দূর্গ যেখানে তুমি যাকে চাও স্থান দাও।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, শহীদ কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি (র.) : যদি তুমি গভীর রাতে কুরআন তিলাওয়াতের স্বাদ আস্বাদন কর, তবে কখনো তা পরিত্যাগ করতে পারবে না।
আমি যা কিছু অর্জন করেছি, তা নামাজ ও কুরআন পাঠের বরকতেই।
একবার আমার মহান নেতা (মাকামে মোয়াজ্জামে রাহবারী সাইয়্যেদ আলী খামেনেয়ী হা. ) এর সঙ্গে এক বৈঠক হয়েছিল। তখন ঈদের নিকটবর্তী সময় ছিল। আমি তাঁকে বললাম, "আপনার কাছ থেকে একটি ঈদ উপহার চাই।" তিনি বললেন, "লিখে রাখো, এই দোয়াটি বিপদ থেকে মুক্ত থাকার জন্য পড়বে:

اللَّهُمَّ اجْعَلْني فِي دِرْعِكَ الْحَصِينَةِ الَّتِي تَجْعَلُ فِيهَا مَنْ تُرِيدُ"

হে আল্লাহ! আমাকে তোমার শক্তিশালী দূর্গের মধ্যে স্থান দাও, সেই দূর্গ যেখানে তুমি যাকে চাও স্থান দাও।

যখনই আমি এই দোয়াটির আশ্রয় নিয়েছি, আল্লাহ তায়ালা আমাকে বড় বড় বিপদ থেকে রক্ষা করেছেন—হোক তা পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সময় কিংবা সিরিয়ার যুদ্ধে।

আমি কঠিন সময় ও নিঃসঙ্গ মুহূর্তগুলোতে দরূদ পাঠ এবং জিয়ারতে আশুরা দ্বারা নিজেকে শান্ত করি।

শাহাদাতের পর, তাঁর পকেটে আমরা একটি দরূদ কাউন্টার পেয়েছিলাম:
২১,৮৩১ বার দরূদ পঠিত হয়েছিল 

তিনি প্রচুর কুরআন পাঠ করতেন এবং এক সময়ের পর, যে কুরআন দিয়ে তিনি খতম সম্পূর্ণ করতেন, তার প্রথম পৃষ্ঠায় নিজ হাতে "দরূদ" লিখে রাখতেন।

তিনি প্রতিদিন সকালে "দুয়া-এ আহদ" পাঠ করতেন।

 রুকুতে থাকাকালীন এই দোয়াটি পড়তেন:

اَللّهُمَ صَلِّ عَلى مُحمّدٍ وَآلِ محمّد و تَرَحَّم عَلى عَجزِنا وأَغِثْنا بحقِّهِم

হে আল্লাহ! মুহাম্মদ ও তাঁর পরিবারবর্গের ওপর দরূদ বর্ষণ কর, আমাদের দুর্বলতার প্রতি দয়া কর এবং তাঁদের হকের উসিলায় আমাদের সাহায্য কর।

নামাজের শেষ সিজদায় অত্যন্ত একাগ্রচিত্তে এই দোয়াটি পাঠ করতেন:

أللهم هَوِّن عَلَینا سَکَراتِ المَوتِ و أهوال یوم القیامه

হে আল্লাহ! আমাদের জন্য মৃত্যুযন্ত্রণা সহজ করে দাও এবং কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে রক্ষা কর।

শহীদ কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি (র.) -এর শাহাদাতবার্ষিকীতে তাঁর পবিত্র আত্মা ও তাঁর সহযোদ্ধাদের উদ্দেশে দরূদ পাঠ করে উপহার দিন।

অনুবাদ: আম্মার সাবিল

আপনার কমেন্ট

You are replying to: .
captcha