রবিবার ৬ এপ্রিল ২০২৫ - ১৮:০৮
ইরানের বিমান প্রতিরক্ষা ক্ষমতা শত্রুদের হতবাক করে দিবে: কমান্ডার

ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা সাবাহি-ফার্দ দাবি করেছেন, পশ্চিমা দেশগুলোর দাবি অনুযায়ী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়নি; বরং শত্রুরা হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে বিস্ময়।

হাওজা নিউজ এজেন্সি: রোববার স্থানীয় ইরানি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। 

ইরানের উন্নত প্লাজমা অস্ত্র তৈরির বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের প্রসঙ্গ টেনে সাবাহি-ফার্দ বলেন, “আমরা এমন সক্ষমতা অর্জন করেছি যা আমাদের দুর্বৃত্ত শত্রুরা কল্পনাও করতে পারে না। ইসলামিক রিপাবলিক অফ ইরানের সশস্ত্র বাহিনী, বিশেষত শক্তিশালী বিমান প্রতিরক্ষা বাহিনী, আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত এবং সর্বোচ্চ যুদ্ধপ্রস্তুতি বজায় রেখেছে।”

তিনি জোর দিয়ে বলেন, “যেকোনো হুমকি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী ১০০% প্রস্তুত। শত্রুদের ভুল গণনা আমাদের সশস্ত্র ও বিমান প্রতিরক্ষা বাহিনীর কঠোর ও নির্ণায়ক জবাব পাবে।”

সাবাহি-ফার্দ বলেন, “এগুলো অকাট্য সত্য। আমাদের সশস্ত্র বাহিনীর অর্জিত সক্ষমতা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে উৎপাদিত। হুমকির পরিপ্রেক্ষিতে আমাদের সাজসরঞ্জাম আরও উন্নত ও আধুনিকায়ন করা হচ্ছে। তাই যেকোনো হুমকি মোকাবিলায় আমরা পুরোপুরি সক্ষম।”

ইরানের এই শীর্ষ কমান্ডার আরও জানান, গত এক মাসে বিমান প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন সেক্টরে শত্রুদের ধারণার বাইরে অত্যাধুনিক অস্ত্র স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, “দেশের বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা শত্রুদের লক্ষ্যবস্তুতে পরিণত করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha