সোমবার ৭ এপ্রিল ২০২৫ - ০৯:২৭
দুর্দশার বিরুদ্ধে মুমিনদের অস্ত্র হল দোয়া

কারবালায় নিজ কার্যালয়ে আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শেখ রেজা রমজানি ও তার প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎকালে আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মদ তাকি মুদাররেসী জীবনের সমস্যা সমাধানে দোয়ার শক্তি, বিশেষত সম্মিলিত দোয়ার গুরুত্বের ওপর জোর দেন এবং ইসলামী ঐক্য প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকাকে মুখ্য বলে অভিহিত করেন।

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ মুদাররেসী এই সাক্ষাতে দোয়াকে মুমিনদের সমস্যা থেকে মুক্তির সবচেয়ে বড় মাধ্যম হিসেবে বর্ণনা করেন। তিনি কুরআন ও হাদীসে দোয়ার প্রতি গুরুত্বারোপের কথা উল্লেখ করে বলেন, “দোয়া—বিশেষত যখন তা সম্মিলিতভাবে পড়া হয়—এর প্রভাব অনেক বেশি হয় এবং তা দ্রুত কবুল হয়।”

এই প্রখ্যাত ইরাকি আলেম মুমিনদের কখনও হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, “এমনকি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং ইমাম মাহদী (আ.ফা.)-এর অনুগ্রহ ও মারজাদের নির্দেশনায় আশাবাদী হতে হবে।” 

আয়াতুল্লাহ মুদাররেসী ইসলামী ঐক্যের গুরুত্ব তুলে ধরে আলেমদের প্রচেষ্টাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “ইতিহাস জুড়ে আলেমরা বিভিন্ন মাযহাবের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে উম্মাহকে চ্যালেঞ্জের মুখে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছেন।”

অন্যদিকে, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন রমজানি এই বৈঠকে আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং আয়াতুল্লাহ মুদাররেসীর পরামর্শ ও নির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha