বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ - ১০:১৬
তাকওয়ার অপরিহার্যতা!

তাকওয়ার সাথে করা কাজের মূল্য অপরিসীম। কারণ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য কোনো আমলই প্রকৃতপক্ষে ছোট বা নগণ্য নয়।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম সাজ্জাদ (আ.) বলেছেন,
لَا يَقِلُّ عَمَلٌ مَعَ تَقْوَى وَكَيْفَ يَقِلُّ مَا يُتَقَبَّلُ 

তাকওয়ার সাথে সম্পাদিত কোনো আমলই অল্প নয়। আর আল্লাহর কাছে যা গ্রহণযোগ্য হয়, তা কীভাবে অল্প হতে পারে!?

তুহাফুল উকুল, পৃষ্ঠা- ৩১৮
 

প্রয়োজনীয় ব্যাখ্যা: এই হাদিসে ইমাম সাজ্জাদ (আ.) তাকওয়া বা আল্লাহভীতির গুরুত্ব তুলে ধরেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, পরিমাণে কম হলেও তাকওয়ার সাথে করা কাজের মূল্য অপরিসীম। কারণ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য কোনো আমলই প্রকৃতপক্ষে ছোট বা নগণ্য নয়। বরং তা অত্যন্ত সম্মানিত ও মহৎ। প্রশ্নোক্ত বাক্যের মাধ্যমে তিনি এই সত্যটি স্পষ্ট করেছেন যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে করা কাজ কখনই তুচ্ছ হতে পারে না।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha