হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ বাহাউদ্দিনি ইবাদতের গভীরতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, রোজা ও তাহাজ্জুদ নামাজের প্রকৃত প্রভাব কেবল আমল পালনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং গুনাহ ও হারাম কাজ থেকে দূরে থাকার মধ্যেও নিহিত। অহংকার ও গর্বমুক্ত ইবাদতই কেবল তার সত্যিকারের মূল্য লাভ করে।
আয়াতুল্লাহ বাহাউদ্দিনি: “রোজা ও তাহাজ্জুদ” নামাজের প্রভাব তখনই অর্জিত হয় যখন গুনাহ ত্যাগ করা হয় এবং হারাম কাজ থেকে দূরে থাকা হয়। অন্যথায়, যে রোজা কেবল আহার পরিহার বা ক্ষুধার্ত থাকা এবং যে তাহাজ্জুদ কেবল রাত্রি জাগরণের পর নানান গুনাহ, অহংকার বা আত্মপ্রদর্শনে পরিপূর্ণ, তা কোনো মূল্য বহন করে না এবং জীবনে তার প্রভাবও পড়ে না।”
সূত্র: আইয়াতে বাসিরাত, পৃষ্ঠা- ৯৭
আপনার কমেন্ট