রবিবার ১৩ এপ্রিল ২০২৫ - ১৬:৪৪
যখন মন বিষণ্ণ হয়, তখন ফরজ ইবাদতেই সন্তুষ্ট থাকুন

হযরত আয়াতুল্লাহ জাওয়াদী আমুলী হযরত আলী (আ.) উদ্বৃতি দিয়ে বলেছেন, “যখন হৃদয়ের শরৎকাল (বিষন্নতা) আসে, তখন তাকে কষ্ট দিও না, কেবল ফরজ ইবাদতগুলোই করো।”

হাওজা নিউজ এজেন্সি: হযরত আয়াতুল্লাহ জাওয়াদী আমুলী “হৃদয়ের যত্ন ও পর্যবেক্ষণ” বিষয়ে একটি লেখায় বলেছেন: 

আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.) বলেছেন, এই হৃদয় চারটি ঋতুর মতো— কখনো এটি বসন্তের মতো হয়, কখনো শরতের মতো, কখনো এটি প্রবণতাসম্পন্ন হয়, আবার কখনো বিমুখ থাকে। যদি হৃদয় বসন্তের অবস্থায় থাকে, অর্থাৎ প্রফুল্ল ও অনুকূল অবস্থায় থাকে, তাহলে নফল ইবাদত থেকে দূরে সরে যেও না, নফল ইবাদত ছেড়ে দিও না। আর যদি হৃদয় সেই প্রস্তুতি না রাখে, তাহলে তাকে জোর করো না, শুধু ফরজ ইবাদতগুলোই সম্পাদন করো।” 

আমিরুল মুমিনিন (আ.)-এর এই জ্যোতির্ময় বক্তব্য একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা, যাতে মানুষ কোনো অবস্থাতেই ইবাদত থেকে বিরক্ত বা ক্লান্ত না হয়, বরং প্রাণবন্তভাবে নামায পড়ে, সজীবভাবে রুকু-সিজদা করে, উদ্যমের সাথে তাহাজ্জুদ আদায় করে। তিনি (আ.) বলেছেন, “হৃদয় কখনো বসন্তের মতো হয়, কখনো শরতের মতো। যখন হৃদয় শরতের মতো হয়, তখন তাকে কষ্ট দিও না, শুধু ফরজ ইবাদতগুলোই করো।”

সূত্র: শারহে নাহজুল বালাগা, হিকমত- ৩১২

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha