সোমবার ১৪ এপ্রিল ২০২৫ - ১১:১৩
“পারিবারিক তারতীল তিলাওয়াত” অনুষ্ঠানের প্রশংসা করেছেন আয়াতুল্লাহ খামেনেয়ী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা (তাঁর ছায়া দীর্ঘজীবী হোক) “পারিবারিক তারতীল তিলাওয়াত" অনুষ্ঠানের প্রশংসা করেছেন, যা পবিত্র রমজান মাসের দিনগুলিতে কোরআন ও মাআরিফ টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী (তাঁর ছায়া দীর্ঘজীবী হোক) পবিত্র কুরআনের “পারিবারিক তারতীল তিলাওয়াত” অনুষ্ঠান দেখে বলেছেন, “আমি আবেগাপ্লুত হয়েছি, অত্যন্ত আনন্দ লাভ করেছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করেছি, এতসব যুবক কুরআনের হাফেজ।”

উল্লেখ্য যে, “পারিবারিক তারতীল তিলাওয়াত” অনুষ্ঠানটি দেশজুড়ে হাফেজে কোরআনদের তিলাওয়াত এবং কোম শহরে হযরত ফাতেমা মাসুমা (সা.আ.)-এর রওজায় কুরআনি পরিবারগুলোর উপস্থিতিতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল এবং পবিত্র রমজান মাসের দিনগুলিতে ফজরের আজানের পর কুরআন ও মাআরিফ টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha