বুধবার ১৬ এপ্রিল ২০২৫ - ২১:৪২
আমেরিকান কর্মকর্তাদের পরস্পরবিরোধী বক্তব্য আলোচনায় সাহায্য করবে না: সৈয়দ আব্বাস আরাকচী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচী বলেছেন, আমেরিকানদের পরস্পরবিরোধী বক্তব্য আলোচনা প্রক্রিয়ায় কোনো সাহায্য করবে না।  

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী আরাঘচী বুধবার মন্ত্রিসভার বৈঠকের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আমরা আমেরিকান পক্ষের কাছ থেকে বিভিন্ন মতামত শুনেছি, যার কিছু অংশ পরস্পরবিরোধী। এটি আলোচনায় ইতিবাচক ভূমিকা রাখবে না। তাদের প্রকৃত অবস্থান সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা প্রয়োজন। যদি তারা গঠনমূলক অবস্থান নিয়ে আসে, তবে আশা করি একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। কিন্তু যদি তাদের বক্তব্য এইভাবে বিভ্রান্তিকর থাকে, তবে পরিস্থিতি জটিল হয়ে উঠবে।

রাশিয়া সফরের উদ্দেশ্য

রাশিয়ায় তার সফরের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে তিনি বলেন, "এই সফরের মূল উদ্দেশ্য হলো ইরানের সর্বোচ্চ নেতার লিখিত বার্তা রাশিয়ার নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া।" তিনি জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে এই বার্তা হস্তান্তর করা হবে।  

চাপের নীতির বিরুদ্ধে ইরানের অবস্থান

আলোচনা চলাকালীন ইরানের উপর চাপ প্রয়োগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের অবস্থান এবং কর্মপন্থা উভয়ই স্পষ্ট। চাপ প্রয়োগ করে তারা কিছুই অর্জন করতে পারবে না। সম্মানজনক পরিবেশে এবং সমতার ভিত্তিতে আলোচনা হলে অগ্রগতি সম্ভব। কিন্তু জোরপূর্বক মতামত চাপিয়ে দিয়ে তারা কোনো লাভ করতে পারবে না। আমরা আমাদের কথায় ও কাজে এটি প্রমাণ করেছি।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রসঙ্গ

ইরান ও আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনার প্রথম ধাপে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানের সমৃদ্ধকরণ একটি বাস্তবতা, এটি স্বীকৃত। আমরা সম্ভাব্য উদ্বেগ দূর করতে আস্থা-নির্মাণ উদ্যোগে অংশ নিতে প্রস্তুত। তবে সমৃদ্ধকরণ নিজেই আলোচনার বিষয় নয়।

তিনি আরও জোর দিয়ে বলেন, যেকোনো চাপ বা কৌশল থেকে মুক্ত হয়ে আমরা সম্পূর্ণ স্থিরচিত্তে আলোচনায় অংশ নিচ্ছি।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha