রবিবার ২৭ এপ্রিল ২০২৫ - ০৮:১৭
জাতীয় ঐক্য ও বেলায়েতে ফাকীহর নেতৃত্বই ইরানের শক্তির মূল ভিত্তি

ইরানের মারকাজি প্রদেশের নিয়োগপ্রাপ্ত ওয়ালিয়ে ফাকীহর প্রতিনিধি আয়াতুল্লাহ কুরবান আলী দারি নাজাফআবাদী জুমার খুতবায় বলেছেন, “ইসলামি ইরানের মর্যাদা, শক্তি ও সামর্থ্যের মূল উৎস হলো সর্বোচ্চ নেতার হিকমতপূর্ণ নির্দেশনা।”

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ কুরবান আলী দারি নাজাফআবাদী বিশেষভাবে উল্লেখ করেন, “ফাকীহর নেতৃত্ব ও জাতীয় ঐক্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তির দুটি অপরিহার্য স্তম্ভ। তাই প্রতিটি নাগরিকের কর্তব্য নেতৃত্বের মর্যাদা রক্ষা করা এবং জাতীয় ঐক্য বজায় রাখা।”

ফিলিস্তিন ইস্যুতে তাঁর বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন,

“মুসলিম উম্মাহর একতাবদ্ধ সমর্থন ছাড়া কুদস ও নিপীড়িত ফিলিস্তিনির মুক্তি অসম্ভব। আমাদের আজ দৃঢ়তার সাথে ইসলামের পক্ষে দাঁড়াতে হবে, নতুবা ভবিষ্যতে আরও বড় সংকটের মুখোমুখি হতে হবে।”

তিনি বিশ্ব মুসলিমকে আহ্বান জানান,

“সকল বিভেদ ভুলে গিয়ে জালিম শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং ফিলিস্তিনি ভাইবোনদের সংগ্রামে কার্যকর সমর্থন দিতে হবে।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha