হাওজা নিউজ এজেন্সি: মরহুম আয়াতুল্লাহ সাফী গোলপায়েগানী (রহ.) হযরত ফাতিমা মাসুমা (সা.)-এর জন্মবার্ষিকী ও "জাতীয় কন্যা দিবস" উপলক্ষে আদর্শ মুসলিম নারীর বৈশিষ্ট্য নিয়ে একটি প্রবন্ধ রচনা করেন। তিনি লিখেন:
“কুরআন-হাদীসের নির্দেশনা ও মুসলিম উম্মাহর ঐতিহ্য অনুযায়ী, আদর্শ মুসলিম নারী তিনিই যিনি:
১. সূরা আহযাবের ৩৫ নং আয়াতে বর্ণিত দশটি গুণ অর্জন করেন
২. পূর্ণ ইসলামী হিজাব ও শালীন পোশাক পরিধান করেন
৩. এমন সব অনুষ্ঠান এড়িয়ে চলেন যেখানে অপরিচিত পুরুষের উপস্থিতি থাকে
৪. ইসলাম কর্তৃক নারীদের জন্য নির্ধারিত পবিত্রতা ও মর্যাদা রক্ষা করেন।
“আর (প্রত্যাশিত ও সুন্দর) পরিণাম মুত্তাকীদের জন্যই!”
~ লুতফুল্লাহ সাফী
সূরা আহযাব (৩৩:৩৫) এ বর্ণিত একজন মুসলিম নারীর গুণাবলী:
(এ গুণগুলো নারী-পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য)
✓ মুসলিম (আল্লাহর অনুগত)
✓ মু'মিন (দৃঢ় বিশ্বাসী)
✓ কানিয়াত (বিনয়ী)
✓ সাদিকাত (সত্যবাদী)
✓ সাবিরাত (ধৈর্যশীল)
✓ খাশিয়াত (আল্লাহভীরু)
✓ মুতাসাদ্দিকাত (দানশীল)
✓ সাইমাত (রোজাদার)
✓ হাফিজাতুল ফারজ (লজ্জাস্থানের হিফাজতকারী)
✓ জাকিরাতুল্লাহ (আল্লাহকে অধিক স্মরণকারী)
মূল বার্তা: ইসলাম নারীকে সম্মানের উচ্চাসনে অধিষ্ঠিত করেছে। পবিত্র জীবনযাপন, আত্মমর্যাদাবোধ ও শরীয়তের পূর্ণ অনুসরণের মাধ্যমে এই মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলিম নারীর কর্তব্য।
আপনার কমেন্ট