মঙ্গলবার ১৩ মে ২০২৫ - ১১:২৫
আয়াতুল্লাহ আল উজমা জাওয়াদি আমলি

হযরত আয়াতুল্লাহ জাওয়াদি আমলি, হযরত আলী (আ.)-এর বর্ণিত মৃত্যুর স্তরসমূহের একটি হাদিসের দিকে ইঙ্গিত করে বলেন: হযরত আমিরুল মোমিনিন (আ.) বলেন, “শপথ তাঁর, যার হাতে আবু তালিবের পুত্রের প্রাণ! আল্লাহর রাহে এক হাজার তলোয়ারের আঘাত সহ্য করা আমার জন্য শয্যায় মৃত্যুবরণ করার চেয়ে সহজ।”

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হযরত আয়াতুল্লাহ জাওয়াদি আমলি তাঁর এক লেখায় মৃত্যুর বিভিন্ন স্তর ও মর্যাদা সম্পর্কে আলোচনা করেন এবং স্পষ্ট করেন:

আমিরুল মোমিনিন আলী (আ.) জীবনের প্রতিটি ক্ষেত্রে, এমনকি মৃত্যুকে বরণ করার ক্ষেত্রেও এক অসাধারণ দৃঢ়তা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাই তিনি বলেন: নিশ্চয়ই মৃত্যুর মধ্যে সবচেয়ে সম্মানজনক মৃত্যু হলো আল্লাহর পথে শহীদ হওয়া। সেই সত্তার কসম, যার হাতে আবু তালিবপুত্রের প্রাণ! আল্লাহর রাস্তায় এক হাজার তলোয়ারের আঘাত আমার জন্য শয্যায় মৃত্যুর চেয়ে সহজ।

এই বক্তব্যে হযরত আলী (আ.) মৃত্যুর বিভিন্ন স্তর এবং তার সর্বোচ্চ ও গৌরবময় স্তর হিসেবে আল্লাহর পথে শহীদ হওয়ার গুরুত্ব ব্যাখ্যা করেছেন।

সূত্র: কিতাব আল-ইমামাহ, পৃষ্ঠা ৪০৪

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha