মঙ্গলবার ১৩ মে ২০২৫ - ১৮:১২
গাজায় চলমান অপরাধ মানবতার বিরুদ্ধেও জঘন্য অপরাধ: ইরানের প্রধান বিচারপতি

ইরানের প্রধান বিচারপতি হুজ্জতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহসেনি এজেহ‌ঈ বলেছেন, “গাজায় যেসব কর্মকাণ্ড ঘটছে, তা শুধু ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নয়, বরং সমগ্র মানবতার বিরুদ্ধে এক নির্মম অপরাধ।”

হাওজা নিউজ এজেন্সি: ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) সদস্য দেশগুলোর ওমবুডসম্যানদের চতুর্থ সম্মেলনের সাইডলাইনে তিনি এই মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, “আমাদের সবার দায়িত্ব হলো গাজার পরিস্থিতি বিশ্ববাসীর কাছে তুলে ধরা, সকল উপলব্ধ উপায়ে এই সহিংসতা বন্ধের জন্য কাজ করা এবং এমন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়।”

তিনি জানান, চলমান যুদ্ধ পরিস্থিতিতে গাজায় ৫০ হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখেরও বেশি। ধ্বংস হয়েছে হাসপাতাল, ঘরবাড়ি, মসজিদসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো।

এজেহ‌ঈ জোর দিয়ে বলেন, “এই অপরাধ যেন আমাদের কাছে স্বাভাবিক না মনে হয়। আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর উচিত এ ধরনের বর্বরতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha