শনিবার ৫ জুলাই ২০২৫ - ০৯:৫৪
ইরানের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করলেন শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আজারবাইজানের খানকান্দিতে অনুষ্ঠিত ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন (ECO) শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন।

হাওজা নিউজ এজেন্সি: শাহবাজ শরিফ ইসরায়েলের চাপিয়ে দেওয়া ১২ দিনের আগ্রাসনকালে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দৃঢ় নেতৃত্বের প্রশংসা করেন এবং বলেন, ইসলামাবাদ সবসময় তেহরানের পাশে রয়েছে। পাকিস্তান সব ধরনের আন্তর্জাতিক চাপ ও আগ্রাসনের বিরুদ্ধে ইরানকে সমর্থন জানিয়ে যাবে।

বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বর্তমান অবস্থা পর্যালোচনা করেন এবং পূর্ববর্তী বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

তারা ইসরায়েলের অবৈধ ও উসকানিহীন আগ্রাসনের ফলে সৃষ্ট আঞ্চলিক সংকট নিয়েও আলোচনা করেন এবং এ পরিস্থিতিতে পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়ে মতৈক্যে পৌঁছান।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha