হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, “বিজয় মানে যা দেখছেন তা নয়” — কবি রাজা আলীর এই কবিতাটি এক গভীর, প্রতিফলনমূলক বয়ান, যেখানে বিজয়ের প্রচলিত ধারণাকে প্রশ্ন করা হয়েছে। এখানে বিজয় আর বাহ্যিক উল্লাসে সীমাবদ্ধ নয়, বরং সে লুকিয়ে থাকে নীরবে, ন্যায়ের পক্ষে, মিথ্যার উল্টো স্রোতে।
কবিতার প্রতিটি স্তবকে ফুটে উঠেছে—সংখ্যা, শক্তি কিংবা চতুর কূটচালের কাছে সত্য হার মানে না; বরং সত্যের বিজয় ধৈর্য, দৃঢ়তা ও নৈতিক উচ্চতার উপর নির্ভর করে। কারবালার প্রেক্ষাপট-অনুরণিত এই কাব্যটি বর্তমান সময়ের জন্যও এক জরুরি আহ্বান—যেখানে বাহ্যিক চাকচিক্য নয়, বরং নেপথ্যের ন্যায় ও নীরব সংগ্রামই সত্যিকার বিজয়ের প্রতীক।
এই কবিতা পাঠককে আমন্ত্রণ জানায় নতুন করে ভাবতে—বিজয় আসলে কার? কার পাশে দাঁড়ালে সত্যের পক্ষ নেওয়া হয়?
এ যেন এক অন্তর্দৃষ্টির আহ্বান—মিথ্যার গর্জনের মুখেও নীরব সত্যের প্রতি অবিচল থাকার শিক্ষা।
বিজয় মানে যা দেখছেন তা নয়
-রাজা আলী
বিজয় মানে যা দেখছেন তা নয়
সে লুকিয়ে কোথাও
সত্য অভিমুখে বাঁক নাও
দলে ভারি এজিদও ছিল
বিজয় মানে যা দেখছেন তা নয়
বহুদিন ধরে বেঁধেছে জোট
সত্যের উল্টো দিকে ভোট
জাহান্নামীর সংখ্যা ই বেশি
বিজয় মানে যা দেখছেন তা নয়
সত্য লুকিয়ে রয়েছে নেপথ্যে
একবার জেগে তো দেখুন
মিথ্যার সঙ্গ এবার ছাড়ুন।
বিজয় মানে যা দেখছেন তা নয়
সে নিভৃত এবং একাকী
ষড়যন্ত্র লজ্জিত আজ
সত্য ই করে যাবে রাজ।
১১.০৩.২৫
আপনার কমেন্ট